Tui Amar Na

এলোমেলো চিন্তাগুলো একসাথে আজ তোকে ছুঁলো
এলোমেলো চিন্তাগুলো একসাথে আজ তোকে ছুঁলো
ইচ্ছেডানার আশকারাতে এ মনটা যে তোরই হলো

হঠাৎ বিষাদ রাত এসে ভাঙলো এ বুক
সইলো না জীবনের চরম সুখ
হাসি মরে গিয়ে পেলাম যন্ত্রণা
হাওয়া বলে গেলো তুই আমার না

একসাথে নয়, আজ হাঁটবো একা
তার সাথে চলবে এ শহর দেখা
ভীষণ ভয়ে পাশ-ছুট হই
মিলছে না তাই বুঝি খুব চেনা সই

অংক খাতাতে আজও কেউ গল্প আঁকে
তাও শূন্য যে বৃত্তকে আগলে রাখে
ভুল ভাঙছে, তবু এ মন ভাঙে না
হাওয়া বলে গেলো তুই আমার না

এলোমেলো চিন্তাগুলো একসাথে আজ তোকে ছুঁলো
ইচ্ছেডানার আশকারাতে এ মনটা যে তোরই হলো

হঠাৎ বিষাদ রাত এসে ভাঙলো এ বুক
সইলো না জীবনের চরম সুখ
হাসি মরে গিয়ে পেলাম যন্ত্রণা
হাওয়া বলে গেলো তুই আমার না



Credits
Writer(s): Ritinkar Basu, Supratip Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link