Ek Kamra Ghor

শহরের এক কামরা ভাড়া করে থাকি
এখানে পরিচিতিও একটু কম
সকালে এখন একটু দেরি করে উঠি
Breakfast-এ পাউরুটি আলুর দম

দুপুরে দিই খেয়েদেয়ে লম্বা ঘুম
বিকেলের দিকে একটু মাঠে গিয়ে বসি
আটটার দিকে লিকার চা খেয়ে ভাত বসাই
দশটায় নেমে আসে গভীর ঘুম

এটাই তো জীবন, না কি মিথ্যে একাকীত্বের অভিনয়?
মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখি, না কি তোমায়?

এসো বসি মুখোমুখি দু'জনে সারা দুপুর
একবার বলো আমায় কী ছিল আমার ভুল
সত্যির মতো দেখতে মিথ্যে কেন বলো আমায়
এভাবে গুঁড়িয়ে দেওয়ার থেকে মেরেই ফেলো আমায়

বাস্তব চরিত্ররা ধীর পায়ে বদলে যায়
লজ্জাস্থান ঢাকা ছিল, আর তো ঢাকা নয়
আমার এ কথা শুনে তুমি লজ্জা পেতে পারো
নগ্নতা আসলে তো লজ্জার কথা নয়

এটাই তো জীবন, নয় মিথ্যে একাকীত্বের অভিনয়
মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখি, না কি তোমায়?
এটাই তো জীবন, নয় মিথ্যে একাকীত্বের অভিনয়
মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখি, না কি তোমায়?

মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখি, না শুধুই তোমায়?



Credits
Writer(s): Akib Hayat
Lyrics powered by www.musixmatch.com

Link