Jayga Dio

আমি তোমার রাত কেড়েছি, ঘুম কেড়েছি, প্রিয়
এবার তোমার আলুথালু স্বপ্নে জায়গা দিয়ো

জায়গা দিয়ো তোমার ঘরের বালিশ ঘুমায় যেমন
রাখবে মাথা গাল ঠেকিয়ে আমার বুকে তেমন

জায়গা দিয়ো, জায়গা দিয়ো বিছানার একপাশে
এলোমেলো চাদর যেমন খুনশুটিতে ভাসে

ঘুমের ঘোরে পায়ের ভারে আমায় দিয়ো দোলা
তোমার সকল মসৃণতা করবে আত্মভোলা
ঘুমের ঘোরে পায়ের ভারে আমায় দিয়ো দোলা
তোমার সকল মসৃণতা করবে আত্মভোলা

জায়গা দিয়ো তোমার ঘরের বালিশ ঘুমায় যেমন
রাখবে মাথা গাল ঠেকিয়ে আমার বুকে তেমন

জায়গা দিয়ো, জায়গা দিয়ো বিছানার একপাশে
এলোমেলো চাদর যেমন খুনশুটিতে ভাসে

যদি না পারো সত্যি করে নিয়ো স্বপ্নঘোরে
রাতভর সব বৃষ্টি ছুঁয়ে বিদায় দিয়ো ভোরে
যদি না পারো সত্যি করে নিয়ো স্বপ্নঘোরে
রাতভর সব বৃষ্টি ছুঁয়ে বিদায় দিয়ো ভোরে

জায়গা দিয়ো তোমার ঘরের বালিশ ঘুমায় যেমন
রাখবে মাথা গাল ঠেকিয়ে আমার বুকে তেমন

জায়গা দিয়ো, জায়গা দিয়ো বিছানার একপাশে
এলোমেলো চাদর যেমন খুনশুটিতে ভাসে



Credits
Writer(s): Lutfor Hasan, Shawon Gaanwala
Lyrics powered by www.musixmatch.com

Link