Kamal Boner Madhupraji

কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে
কমলবনের মধুপরাজি
কী সুধাগন্ধ এসেছে আজি নববসন্তপবনে
কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে
কমলবনের মধুপরাজি

অমল চরণ ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল
অমল চরণ ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল
বারতা তাহারি দ্যুলোকে ভূলোকে ছুটিল ভুবনে ভুবনে

কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে
কমলবনের মধুপরাজি

গ্রহে তারকায় কিরণে কিরণে বাজিয়া উঠিছে রাগিণী
গীতগুঞ্জন কূজনকাকলি আকুলি উঠিছে শ্রবণে
গ্রহে তারকায় কিরণে কিরণে বাজিয়া উঠিছে রাগিণী
গীতগুঞ্জন কূজনকাকলি আকুলি উঠিছে শ্রবণে

সাগর গাহিছে কল্লোলগাথা, বায়ু বাজাইছে শঙ্খ
সাগর গাহিছে কল্লোলগাথা, বায়ু বাজাইছে শঙ্খ
সামগান উঠে বনপল্লবে, মঙ্গলগীত জীবনে

কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে
কমলবনের মধুপরাজি
কী সুধাগন্ধ এসেছে আজি নববসন্তপবনে
কমলবনের মধুপরাজি, এসো হে কমলভবনে
কমলবনের মধুপরাজি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link