Kichu Kichu Kotha

কিছু কিছু কথা, কিছু ব্যাকুলতা
কিছু কিছু সুরে গান
কিছু কিছু পাখি, শুধু ডাকাডাকি
কিছু কিছু কলতান

কিছু কিছু মেঘ হারায় গতিবেগ
অলস ভাসে আকাশে
আবার কিছু কিছু মুখ ভার
নিয়ে বৃষ্টি সাথে তার
হাতে হাত রেখে বন্ধু বাতাসে

কিছু কিছু কথা, কিছু ব্যাকুলতা
কিছু কিছু সুরে গান
কিছু কিছু পাখি, শুধু ডাকাডাকি
কিছু কিছু কলতান

স্মৃতির সাদাকালো ছবি মনের ক্যানভাসে
সাপ-সিঁড়ি খেলা জীবন কাঁদে আর হাসে
স্মৃতির সাদাকালো ছবি মনের ক্যানভাসে
সাপ-সিঁড়ি খেলা জীবন কাঁদে আর হাসে

কোনো কোনো দিন কখনো রঙিন
কখনো রং বদলায়
কোনো কোনো গান, মান-অভিমান
সুরের দোটানায়

নীরব রাতে তারারা আজও
ঘুম ঘুম চোখে চায়
নেশা নিয়ে চোখে আলো ঝুলে থাকে
দূরের ল্যাম্পপোস্টটায়

গায়ে সোনা মেখে তার
ভোর আসবেই আবার
আকাশ মেলবে চোখ আলোর আভাসে

কিছু কিছু কথা, কিছু ব্যাকুলতা
কিছু কিছু সুরে গান
কিছু কিছু পাখি, শুধু ডাকাডাকি
কিছু কিছু কলতান

কিছু কিছু মেঘ হারায় গতিবেগ
অলস ভাসে আকাশে
আবার কিছু কিছু মুখ ভার
নিয়ে বৃষ্টি সাথে তার
হাতে হাত রেখে বন্ধু বাতাসে

কিছু কিছু কথা, কিছু ব্যাকুলতা
কিছু কিছু সুরে গান
কিছু কিছু পাখি, শুধু ডাকাডাকি
কিছু কিছু কলতান



Credits
Writer(s): Subrata Bhattacharya, Susanta Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link