Sandhyamalati Jabe

সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
কে আসি বাজালে বাঁশি ভৈরবী সুরে
সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
কে আসি বাজালে বাঁশি ভৈরবী সুরে
সন্ধ্যামালতী যবে

সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া
পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া
সাঁঝের পূর্ণ চাঁদে

সাঁঝের পূর্ণ চাঁদে অরুণ ভাবিয়া
পাপিয়া প্রভাতী সুরে উঠিল গাহিয়া
ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে
ভোরের কমল ভেবে সাঁঝের শাপলা ফুলে
গুঞ্জরে ভ্রমর ঘুরে ঘুরে

সন্ধ্যামালতী যবে

বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি
সকালের মল্লিকা ফুটাইলে তুমি
বিকালের বিষাদে ঢাকা ছিল বনভূমি
সকালের মল্লিকা ফুটাইলে তুমি
রাঙিল ঊষার রঙে গোধুলি লগন
শোনালে আশার বাণী বিরহ-বিধুরে

সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
কে আসি বাজালে বাঁশি ভৈরবী সুরে
সন্ধ্যামালতী যবে
সন্ধ্যামালতী যবে
সন্ধ্যামালতী যবে

সন্ধ্যামালতি যবে ফুলবনে জুরে
কে আসি বাজালে বাঁশি ভৈরবী সুরে
সন্ধ্যামালতী



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link