Amar Ar Ekta Ridoy Proyojon

তোরে এক জোড়া নয়নে দেখে ভরে না রে মন
আমার আর একটা যে নয়ন প্রয়োজন

এক হৃদয়ে ধরে না তোর প্রেমের ওজন
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন

তোরে এক জোড়া নয়নে দেখে ভরে না রে মন
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন

তোরই প্রেমে অন্ধ আমি, জন্ম-অন্ধ যেমন
দেখতে চাই না দিন-দুনিয়া দেখতে লাগে কেমন
তোরই প্রেমে অন্ধ আমি, জন্ম-অন্ধ যেমন
দেখতে চাই না দিন-দুনিয়া দেখতে লাগে কেমন
এক জীবনে ফুরাবে কি প্রেমের আলাপন
আমার আর একটা যে জীবন প্রয়োজন
আমার আর একটা যে জীবন প্রয়োজন

এ হৃদয়ে ধরে না তোর প্রেমের আলাপন
আমার আর একটা যে জীবন প্রয়োজন
আমার আর একটা যে জীবন প্রয়োজন

তোরই প্রেমে মরণ, আমার মরণের সাধ এমন
লক্ষ জীবন দুনিয়াতে বাঁচার সাধটা যেমন
তোরই প্রেমে মরণ, আমার মরণের সাধ এমন
লক্ষ জীবন দুনিয়াতে বাঁচার সাধটা যেমন
এক জীবনে কেমনে হয় প্রেমের মিলন
আমার আর একটা যে জীবন প্রয়োজন
আমার আর একটা যে জীবন প্রয়োজন

তোরে এক জোড়া নয়নে দেখে ভরে না রে মন
আমার আর একটা যে নয়ন প্রয়োজন
আমার আর একটা যে নয়ন প্রয়োজন

এক হৃদয়ে ধরে না তোর প্রেমের ওজন
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন
আমার আর একটা যে হৃদয় প্রয়োজন



Credits
Writer(s): Ahmed Imtiaz Bulbul
Lyrics powered by www.musixmatch.com

Link