Hasna Hena

হাসনাহেনা ফুল সুবাসে মায়াময় নির্জনতায় (নির্জনতায়)
চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়

এ হাসনাহেনা ফুল সুবাসে মায়াময় নির্জনতায়
চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়
চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়

জোনাকীরা মিটিমিটি তারা ভরা রাতে
চোখে চোখে কথা বলি হাত রেখে হাতে (হাত রেখে হাতে)
ও, জোনাকীরা মিটিমিটি তারা ভরা রাতে
চোখে চোখে কথা বলি হাত রেখে হাতে

একরাশ ভালোবাসা ছড়িয়ে দু'জন
হারাবো দূর সীমানায়

চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়
চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়

ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে এই মন
রংধনু রঙে রঙে রাঙবো দুজন (রাঙবো দু'জন)
ও, ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে এই মন
রংধনু রঙে রঙে রাঙবো দুজন

কূলহারা নাবিকের মতো, এসো
ভাসবো দূর অজানায়

চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়
চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়

হাসনাহেনা ফুল সুবাসে মায়াময় নির্জনতায়
চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়

এ হাসনাহেনা ফুল সুবাসে মায়াময় নির্জনতায় (নির্জনতায়)
চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়
চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়
চলো ভালোবাসায় ভিজি আজ দু'জনায়



Credits
Writer(s): Liton Shikdar, Monir Khan
Lyrics powered by www.musixmatch.com

Link