Hridoyer Jontrona

হৃদয়ের যন্ত্রণা এত যে বিস্বাদ হয়
বুঝিনি আগে, আমি বুঝিনি

হৃদয়ের যন্ত্রণা এত যে বিস্বাদ হয়
বুঝিনি আগে, আমি বুঝিনি
বুকের গভীরে কত ব্যাথা বয়ে যায়
কখনো কাউকে তা বোঝাতে পারিনি

বলো, কেন এমন হয়?
দূরে গেলে চোখে নদী বয়

হৃদয়ের যন্ত্রণা এত যে বিস্বাদ হয়
বুঝিনি আগে, আমি বুঝিনি

হৃদয়ের বাঁধনে বাঁধা ছিল এ দুটি জীবন
বাঁধন ছিন্ন হলে আঁধারেই ঢেকে যায়
স্বপ্ন জড়ানো এ দুটি নয়ন

সামান্য ব্যবধান চোখে আনে এতো বান
সামান্য ব্যবধান চোখে আনে এতো বান
একেই কি ভালোবাসা কয়?
বলো, কেন এমন হয়?
দূরে গেলে চোখে নদী বয়

হৃদয়ের যন্ত্রণা এত যে যন্ত্রণা
বুঝিনি আগে, আমি বুঝিনি

দিনশেষে ঘরে ফিরে নিজেকে লাগে যে একা
চাতকেরই মতো চেয়ে বুকে আশা রাখি
হয়তো সহসা হবে গো দেখা

হারানোয় জ্বলে বুক, তবু এত সুখ সুখ
হারানোয় জ্বলে বুক, তবু এত সুখ সুখ
একেই তো ভালোবাসা কয়
বলো, কেন এমন হয়?
দূরে গেলে চোখে নদী বয়

হৃদয়ের যন্ত্রণা এত যে বিস্বাদ হয়
বুঝিনি আগে, আমি বুঝিনি
বুকের গভীরে কত ব্যথা বয়ে যায়
কখনো কাউকে তা বোঝাতে পারিনি

বলো, কেন এমন হয়?
দূরে গেলে চোখে নদী বয়

হৃদয়ের যন্ত্রণা এত যে যন্ত্রণা
বুঝিনি আগে, আমি বুঝিনি



Credits
Writer(s): Liton Shikdar, Monir Khan, Sheikh Sadi Khan
Lyrics powered by www.musixmatch.com

Link