Kothay Khujcho Prem

কোথায় খুঁজছো প্রেম?
কত দেশ, কত ঘর?
তাকে ছোঁয়ার মতো
তোমার কোথায় অবসর?

কোথায় খুঁজছো প্রেম?
কত দেশ, কত ঘর?
তাকে ছোঁয়ার মতো
তোমার কোথায় অবসর?

কোথায় খুঁজছো প্রেম?

হাজার কাজের মাঝে
তুমি কি নিজেকে দেখতে পাও?
নিত্য প্রেমের সাজে
হাজার কাজের মাঝে
তুমি কি নিজেকে দেখতে পাও?
নিত্য প্রেমের সাজে

চোখে যদি আলো থাকে
চোখে যদি আলো থাকে
দেখবে প্রেম জড়িয়ে আছে
জীবনের প্রতি বাঁকে

কোথায় খুঁজছো প্রেম?

প্রেম তো নিজেরই ছায়া
স্থির জলে মুখছবি
অশান্ত হলে মন
নিমেষে ঝাপসা সবই

প্রেম তো নিজেরই ছায়া
স্থির জলে মুখছবি
অশান্ত হলে মন
নিমেষে ঝাপসা সবই

যদি ভালোবাসা বোঝো
যদি ভালোবাসা বোঝো
চোখের নেশায় না ডুবে তবে
মনের অতল খুঁজো

কোথায় খুঁজছো প্রেম?
কত দেশ, কত ঘর?
তাকে ছোঁয়ার মতো
তোমার কোথায় অবসর?

কোথায় খুঁজছো প্রেম?



Credits
Writer(s): Anjan Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link