Koto Adore Adore

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে
কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

কত ভঙ্গী করি দাঁড়াইয়াছে
ভঙ্গী করি দাঁড়াইয়াছে একই আসনে, মিলিলো দুইজনে

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

শ্যামকুলে রাই, রাইকুলে শ্যাম
শ্যাম রাই কুলেতে, শ্যাম রাই কুলেতে
শ্যামকুলে রাই, রাইকুলে শ্যাম
শ্যাম রাই কুলেতে, শ্যাম রাই কুলেতে

দুই অঙ্গে অঙ্গ হইলো
দুই অঙ্গে অঙ্গ হইলো মধুর মিলনে, মিলিলো দুইজনে

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

কী আনন্দ হইলো আজি নিকুঞ্জবনে, নিকুঞ্জবনে
কী আনন্দ হইলো আজি নিকুঞ্জবনে, নিকুঞ্জবনে

মেঘের কোলে সৌদামিনী
মেঘের কোলে সৌদামিনী উদয় গগনে, মিলিলো দুইজনে

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

পুষ্পচন্দন ছিটাইয়াছে সব সখীগণে, সব সখীগণে
পুষ্পচন্দন ছিটাইয়াছে সব সখীগণে, সব সখীগণে

রাধারমণ বলে, "আমায় রাইখো"
রাধারমণ বলে, "আমায় রাইখো"
রাধারমণ বলে, "আমায় রাইখো কমল-চরণে," মিলিলো দুইজনে

কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে
কত আদরে আদরে, কত সোহাগে সোহাগে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে

শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে
শ্যাম সোহাগী রসিক নাগর মিলিলো দুইজনে



Credits
Writer(s): Radharaman Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link