Kothao Keu Nei

তোমাদের এই নগরে দরজার ওপাশে
আমার আপন আঁধার
সে আসে ধীরে, বৃষ্টিবিলাস এপিটাফে
শঙ্খনীল কারাগার

দূরে কোথাও মাতাল হাওয়া
এই মেঘ রৌদ্রছায়া
তোমার জন্য ভালোবাসা
রুপালি দ্বীপ, জল জােছনা

কোথাও কেউ নেই
কোথাও কেউ নেই

মেঘ বলছে যাব যাব, মেঘ বলে চৈত্রে যাব
দিনের শেষে দিঘীর জলে কার ছায়া গো
চোখে আমার তৃষ্ণা, অদ্ভুত সব গল্প
রোদনভরা এই বসন্তে শূন্য অরণ্য

দূরে কোথাও মাতাল হাওয়া
এই মেঘ রৌদ্রছায়া
তোমার জন্য ভালোবাসা
রুপালি দ্বীপ, জল জোছনা

কোথাও কেউ নেই
কোথাও কেউ নেই

আয়নাঘরে দেবী, অপেক্ষায় লীলাবতী
অন্ধকারের গানে একজন মায়াবতী
গৃহত্যাগী জোছনা, আর কৃষ্ণপক্ষে কবি
রঙপেন্সিলে রুপা, আর কাঠপেন্সিলে আমি



Credits
Writer(s): Neel Mahabub, Rizvi Rahman Adit, Shariful Islam
Lyrics powered by www.musixmatch.com

Link