E Boishakhe

নতুন চিঠি মেঘপিওনের খামে
আজকে আবার নতুন করেই যদি
ভোরের আলোয় হঠাত বৃষ্টি নামে
হবেই আমার খরস্রোতা নদী

নদীর মত খরস্রোতা গানে
ভোরের আলোয় নৌকো ভাসাই প্রেমের
বৃষ্টি জানে তোমায় পাওয়ার মানে
ঠিক যেখানে পথ গিয়েছে থেমে

এ বৈশাখে নতুন কিছু হোক
এ বৈশাখে তোমায় নিয়েই সুর
এ বৈশাখে নতুন কিছু হোক
এ বৈশাখে তোমায় নিয়েই সুর
রোদ্দুরে মন রাখবো চোখে চোখ
তোমার সাথেই হাঁটবো বহুদূর
রোদ্দুরে মন রাখবো চোখে চোখ
তোমার সাথেই হাঁটবো বহুদূর

হাঁটতে পারা সহজ তো নয় মোটে
তবুও যারা সহজ করে পারে
ঠিক তেমনই অনভ্যাসের স্রোতে
তোমার সাথে ভাসবোই আকছারে

ভাসবো বলেই নৌকো ভাসাই ভোরে
তোমার কাছেই লিখবো বলে গান
দু-এক পশলা বৃষ্টি নামুক জোরে
দু-এক পশলা আমাদের আসমান

এ বৈশাখে ঝড়েই হবে দেখা
তোমার চোখে চোখ রাখি যখনই
এ বৈশাখে ঝড়েই হবে দেখা
তোমার চোখে চোখ রাখি যখনই
এ বৈশাখে তোমায় নিয়ে লেখা
আমার প্রেমের আরব্য রজনী
এ বৈশাখে তোমায় নিয়ে লেখা
আমার প্রেমের আরব্য রজনী



Credits
Writer(s): Rahul Paul
Lyrics powered by www.musixmatch.com

Link