Cheliyaro

মা গো যেমনি করে আমার দিকে তাকাও তুমি
অন্য কেউ তাকায় না
মা গো যেমনি করে আমার পাশে দাঁড়াও তুমি
অন্য কেউ দাড়ায় না
মা গো যেমনি করে আমার দিকে তাকাও তুমি
অন্য কেউ তাকায় না
মা গো যেমনি করে আমার পাশে দাঁড়াও তুমি
অন্য কেউ দাড়ায় না
মা গো ক্ষিপ্ত মানুষ অস্ত্র হস্তে অনন্ত পথে ছুটছে
আমি স্তব্ধ হয়ে গাইছি আমার গান
মা গো তোমার কথাই তোমার ভাষায়
তোমার অতির লেখাই আমার
সর্ব অর্থ খোঁজার সমাধান
মা গো সত্যের পথ যেমনি করে দেখাও তুমি
অন্য কেউ দেখায় না
মা গো দোষ মেনে নিতে যেমনি করে শেখাও তুমি
অন্য কেউ শেখায় না
মা গো সত্যের পথ যেমনি করে দেখাও তুমি
অন্য কেউ দেখায় না
মা গো দোষ মেনে নিতে যেমনি করে শেখাও তুমি
অন্য কেউ শেখায় না
মা গো বিরাট শহরে ক্ষুদ্র প্রাণীরা
ক্ষুদ্রতম কে ঠেলছে আমার শিরদাঁড়া বেয়ে উঠছে অভিমান
মা গো লোভের তারনা চিৎকার হয়ে সূর্যের আগুনের ইচ্ছে
আমি খুঁজছি আমার শব্দের প্রতিদান
মা গো গভীর আঁধারে যেমন সাহস যোগাও তুমি
অন্য কেউ যোগাই না
মা গো অনুপ্রেরণা মানেই বেদনা
বোঝাও তুমি
অন্য কেউ বোঝাই না
মা গো দুর্বল মানে কি
এই যে সাধনা এই আরাধনা
বিদ্ধে বুদ্ধি খ্যাতি প্রতারণা
যেভাবে হোক জেতার মর্ম নিজের সুখের পরিকল্পনা
হারিয়ে যাওয়াই সব খুঁজে পাওয়া
অন্তর জানে কি
মা গো দর্শন মানে কি
যুদ্ধের মাটি নাকি বইয়ে লেখা
কোনটা কিসের অনুপ্রেরণা
নদীতে আকাশে তোমারই আলোই
মুছে যায় যেটা হারা যন্ত্রণা
কারো কানে কানে সব বলে দেওয়া
অন্তর পারে কি
মা গো অন্ধকারে আলোর সামনে
দাঁড়াও তুমি
নিজেকেই দেখা যায় না
মা গো অন্ধকারে আলোর সামনে
দাঁড়াও তুমি
নিজেকেই দেখা যায় না...



Credits
Writer(s): Arkapravo Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link