Rokkhok

প্রতিকার, প্রতিরোধ মানবতার রক্ষক
রুখে দাঁড়াবেই সকল অশুভ আয়োজন
স্বর্গ থেকে নেমে আসে রক্ষক
দেখাবে মানুষকে সঠিক পথের আলো

মানতে পারেনি রক্ষক আদেশ
ভেঙ্গে স্বর্গের সব নির্দেশ
দমাতে পারেনি ভালবাসা
জন্ম নিয়েছে মহা দানবের দল

রনাঙ্গন ছিঁড়ে খায় মানুষ পশু সব দানব
অসহায় অঙ্গ ছিঁড়ে সব লুটিয়ে রয়
রক্ষক ভেঙেছে স্বর্গের সব নির্দেশ
আটক রবে পৃথিবীর অতল কালো গহবরে

আসছে মহাপ্লাবন টিকে রবে না আর কেউ
মানুষ আর দানব নিয়ে যাবে বিশাল ঢেউ

রক্ষক ভেঙেছে স্বর্গের সব নির্দেশ
শেকলে বাধা পৃথিবীর অতলে
সত্তর প্রজন্ম আটক রবে রক্ষক
জ্বলবে পুড়বে নরকের আগুনে



Credits
Writer(s): Ground Force, K H Sazzadul Arefeen
Lyrics powered by www.musixmatch.com

Link