Aponbhola

লাল মাটির চাদর ছেড়ে
মন আকাশে উড়লো তুলির রঙ
ধরে রাখা যায় না কেন?
পাখা মেলে গুনি সাতকাহন

সাধারণ এ জীবন আমার
ভাত-কাপড়েই আমার দিন যাপন

কখন আকাশ সবুজ হলো?
ওই দেখা যায় রঙিন মাছের ভিড়
জলের নিচে বাতাস চলে
সাঁতার কেটে ঘুরছে দল পাখির

আমি আকাশকুসুম ভাবি শুধুই
কল্পনাতেই আমার বিচরণ

আমার ভাবের সাধু আজান পড়ে
মনের দুঃখ জুড়ায়
এথায় সবাই সবার বন্ধু
সবার মানুষ পরিচয়
এই জগতে নেইকো পিছুটান
শুধুই মনের মতো গল্প বুনে
জিরোয় আমার প্রাণ

যতই সবাই আটকে ধরুক
একলা পথেই যাবো অনেক দূর
আমি একলা ভালো থাকতে শিখি
একার গানে একাই ধরি সুর

আমি আপনভোলা মানুষ কোনো
ঘোরপ্যাঁচে তাই নেইকো আমার মন



Credits
Writer(s): Rishi Panda
Lyrics powered by www.musixmatch.com

Link