Ei Mon

তুই ছাড়া কেউ তো বোঝে না এই মন
তাই তোর পাশে থাকি আমি সারাক্ষন

তুই ছাড়া কেউ তো বোঝে না এই মন
তাই তোর পাশে থাকি আমি সারাক্ষন

তুই যে আলোর আশা পৃথিবী আমার
তোকে ছাড়া সব কিছু শুধুই আঁধার

ও... ও... ও... ও...
ও... ও... ও... ও...

এত ভালোবাসা আমি পাইনি কখনো
জীবনের চাওয়া পাওয়া শুধু তোর জন্য

এত ভালোবাসা আমি পাইনি কখনো
জীবনের চাওয়া পাওয়া শুধু তোর জন্য

তুই যে আলোর আশা পৃথিবী আমার
তোকে ছাড়া সব কিছু শুধুই আঁধার

ও... ও... ও... ও...
ও... ও... ও... ও...

তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি
হৃদয়েতে তোর ছবি আমি এঁকে রেখেছি

তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি
হৃদয়েতে তোর ছবি আমি এঁকে রেখেছি

তুই যে আলোর আশা পৃথিবী আমার
তোকে ছাড়া সব কিছু শুধুই আঁধার

ও... ও... ও... ও...
ও... ও... ও... ও...



Credits
Writer(s): Subhankar Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link