Bondhu Bine Pran Bache na

বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

এগো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না, না, না গো

বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

বন্ধু আমার চিকন কালা
নয়নে লাগাইছে ভালা
বন্ধু আমার চিকন কালা
নয়নে লাগাইছে ভালা

বিষম কালা ধইলে ছাড়ে না
আরে, বিষম কালা ধইলে ছাড়ে না
আরে, বিষম কালা ধইলে ছাড়ে না
না, না, না গো

বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু
ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু

কী মধু খাওয়াইলো জানি না
এগো, কী মধু খাওয়াইলো জানি না
এগো, কী মধু খাওয়াইলো জানি না
না, না, না গো

বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে

জ্বলছে আগুন, আর তো নিভে না
এগো, জ্বলছে আগুন, আর তো নিভে না
এগো, জ্বলছে আগুন, আর তো নিভে না
না, না, না গো

বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না

এগো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না, না, না গো

বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না, রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না



Credits
Writer(s): Radharaman Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link