Sesh Hoye Elo Sathi

শেষ হয়ে এলো সাথী
দিন ঝিলমিল নদীর তীরে
এক আকাশ জোড়া হিংসার
ছাই উড়ছে অহঙ্কারে

থাক আগুন শুধু ফাগুনে
থাক আগুন শুধু ফাগুনে
তাকে বেঁধে রেখেছি গানে

শেষ হয়ে এলো সাথী
দিন ঝিলমিল নদীর তীরে
এক আকাশ জোড়া হিংসার
ছাই উড়ছে অহঙ্কারে

শেখা মানে শেখা হয়নি কখনও
অজানা শ্রান্ত এ মন
যা ছিল চাওয়া, পাওয়া হলো না তা
চলে গেল কত শ্রাবণ

সময়ের মোহতাজ
যত আপাত সাজ
সবই মৃত্যুগামী ধীরে

শেষ হয়ে এলো সাথী
দিন ঝিলমিল নদীর তীরে
এক আকাশ জোড়া হিংসার
ছাই উড়ছে অহঙ্কারে

নেই মান, নেই হুঁশ, স্বপ্নেরা ফানুস
মানুষরুপী জানোয়ার
জীবন অবিশ্বাস, নয়তো পরিহাস
বইছি কেন দায়ভার

কারো শক্তির নেশা
আসক্তির নেশা
চল ছুটি দিকশূন্য পুরে

শেষ হয়ে এলো সাথী
দিন ঝিলমিল নদীর তীরে
এক আকাশ জোড়া হিংসার
ছাই উড়ছে অহংকারে



Credits
Writer(s): Gautam, Pallab
Lyrics powered by www.musixmatch.com

Link