Nay Anay Jani Ne

ন্যায়-অন্যায় জানি নে, জানি নে, জানি নে
শুধু তোমারে জানি, তোমারে জানি, ওগো সুন্দরী
ন্যায়-অন্যায় জানি নে, জানি নে, জানি নে

চাও কি প্রেমের চরম মূল্য দেব আনি
দেব আনি, ওগো সুন্দরী

ন্যায়-অন্যায় জানি নে, জানি নে, জানি নে
শুধু তোমারে জানি, তোমারে জানি, ওগো সুন্দরী
ন্যায়-অন্যায় জানি নে, জানি নে, জানি নে

প্রিয় যে তোমার, বাঁচাবে যারে
নেবে মোর প্রাণঋণ
তাহারি সঙ্গে তোমারি বক্ষে
বাঁধা রব চিরদিন
মরণডোরে কেমনে ছাড়িবে মোরে
ছাড়িবে মোরে, ওগো সুন্দরী

ন্যায়-অন্যায় জানি নে, জানি নে, জানি নে
শুধু তোমারে জানি, তোমারে জানি, ওগো সুন্দরী
ন্যায়-অন্যায় জানি নে, জানি নে, জানি নে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link