Aji Je Rajoni Jay

আজি যে রজনী যায়
ফিরাইব তায় কেমনে
আজি যে রজনী যায়
কেন নয়নের জল
ঝরিছে বিফল নয়নে
আজি যে রজনী যায়

এ বেশভূষণ লহো সখী, লহো
এ কুসুমমালা হয়েছে অসহ
এ বেশভূষণ লহো সখী, লহো
এ কুসুমমালা হয়েছে অসহ
এমন যামিনী কাটিল বিরহ শয়নে

আজি যে রজনী যায়

বৃথা অভিসারে
এ যমুনাপারে এসেছি
আমি বৃথা অভিসারে
এ যমুনাপারে এসেছি
বহি বৃথা মন-আশা
এত ভালোবাসা বেসেছি

শেষে নিশিশেষে বদন মলিন
ক্লান্তচরণ, মন উদাসীন
ফিরিয়া চলেছি কোন সুখহীন ভবনে

আজি যে রজনী যায়

ওগো ভোলা ভালো তবে
কাঁদিয়া কী হবে মিছে আর
ওগো ভোলা ভালো তবে
কাঁদিয়া কী হবে মিছে আর

যদি যেতে হল হায়
প্রাণ কেন চায় পিছে আর
কুঞ্জ দুয়ারে অবোধের মতো
রজনীপ্রভাতে বসে রব কত
এবারের মতো বসন্ত গত জীবনে

আজি যে রজনী যায়
ফিরাইব তায় কেমনে
আজি যে রজনী যায়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link