Aaha Mori Sundori (feat. Jeet & Koel Mallick)

Do it all night, do it all, do it all night
Do it all night, do it all, do it all night
Do it all night, do it all, do it all night
Do it all night, do it all, do it all night

আহা মরি, সুন্দরী
Darling, very sorry (sorry, sorry, sorry, sorry)

আহা মরি, সুন্দরী, darling, very sorry
কী যে করি, মন মানে না
দোহাই তুমি রাগ করো না
দোহাই তুমি রাগ করো না (এই যা যা, ফোট)

আহা মরি, সুন্দরী, darling, very sorry
কী যে করি, মন মানে না
দোহাই তুমি রাগ করো না
দোহাই তুমি রাগ করো না (আরে, আরে, আরে, আরে)
দোহাই তুমি রাগ করো না
দোহাই তুমি রাগ করো না (idiot)

ধ্যাত!

Oh my baby
My, my baby
Oh my baby
My, my, my, my-

পরী, রূপে যেন কিন্নরী
রূপকথার জলপরী
পরী, পরী, পরী, পরী
রূপে যেন কিন্নরী
রূপকথার জলপরী

হাওয়াতে ঢেউ তুলে, যেয়ো না তুমি চলে
আমাকে একা ফেলে যেয়ো না, না, না (my foot)

দোহাই তুমি রাগ করো না
দোহাই তুমি রাগ করো না (ধ্যাত!)
দোহাই তুমি রাগ করো না
দোহাই তুমি রাগ করো না

Oh my baby
My, my baby
Oh my baby
My, my, my, my-
Oh my baby
My, my baby
Oh my baby
My, my, my, my-

তুমি, মনে মনে শুধু তুমি
বলি সারাদিন আমি
শুধু তুমি, তুমি, তুমি, তুমি
মনে মনে শুধু তুমি
বলি সারাদিন আমি

প্রেমেতে হাবুডুবু, হয়েছি আমি কাবু
মন বারণ তবু শোনে না (না, না)

যতই বলো, মন পাবে না
দোহাই তুমি রাগ করো না
যতই বলো, মন পাবে না
দোহাই তুমি রাগ করো না
(বুঝলে, Road Romeo?)

আহা মরি, সুন্দরী, darling, very sorry
কী যে করি, মন মানে না
দোহাই তুমি রাগ করো না
দোহাই তুমি রাগ করো না
দোহাই তুমি রাগ করো না
দোহাই তুমি রাগ করো না



Credits
Writer(s): Goutam Sushmit, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link