Dhoro Jodi Hothat Sondhye

ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে
মুখোমুখি আমরা দু'জন
মাঝখানে অনেক বারণ

ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে
মুখোমুখি আমরা দু'জন
মাঝখানে অনেক বারণ

ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে

বাইরে তখন হাওয়া ঝড়ো
তুমি হয়তো অন্য কারও
বাইরে তখন হাওয়া ঝড়ো
তুমি হয়তো অন্য কারও

আরও একবার বলবো সেদিন
আরও একবার বলবো সেদিন
आज जाने की ज़िद ना करो

ধরো যদি চেনা গন্ধে
মেতে উঠি চেনা ছন্দে
যদি ছুঁতে চাই আবারও
জানি ছোঁয়া তবু বারণ

ধরো যদি চেনা গন্ধে
মেতে উঠি চেনা ছন্দে

চলে যাবে হাওয়া ঝড়ো
সময় ছিলো আমাদেরও
চলে যাবে হাওয়া ঝড়ো
সময় ছিলো আমাদেরও

তবু আবার বলবো সেদিন
তবু আবার বলবো সেদিন
आज जाने की ज़िद ना करो



Credits
Writer(s): Partha Ghosh, Spandan Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link