Kobe Trishito E Moru

কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
তোমারই রসালো নন্দনে
কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
তোমারই রসালো নন্দনে
কবে তাপিত এ চিত করিব শীতল
তাপিত, আমার তাপিত এ চিত করিব শীতল
তোমারই করুণা চন্দনে

কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
তোমারই রসালো নন্দনে

কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা
তোমারই নাম নিতে নয়নে ব'বে ধারা
তোমাতে হয়ে যাব আমার আমি হারা
তোমারই নাম নিতে নয়নে ব'বে ধারা
এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ
এ দেহ, আমার এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ
বিপুল পুলক স্পন্দনে

কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
তোমারই রসালো নন্দনে

কবে ভবের সুখ-দুঃখ চরণে দলিয়া
যাত্রা করিব গো "শ্রীহরি" বলিয়া
ভবের সুখ-দুঃখ চরণে দলিয়া
যাত্রা করিব গো "শ্রীহরি" বলিয়া
চরণ টলিবে না, হৃদয় গলিবে না
চরণ, আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না
কাহারও আকুল ক্রন্দনে

কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
তোমারই রসালো নন্দনে
কবে তাপিত এ চিত করিব শীতল
তাপিত, আমার তাপিত এ চিত করিব শীতল
তোমারই করুণা চন্দনে
কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব
তোমারই রসালো নন্দনে



Credits
Writer(s): Rajanikanta Sen
Lyrics powered by www.musixmatch.com

Link