Keu Shukhi Noy

সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুঃখী
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুঃখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়
তোমার দরজার
ওপাশে একজন
ভাবছ সে সুখী
মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুঃখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়
আশা দুরাশায়
দুলছে কেনো মন
সুখের চাদরে
জড়ানো প্রিয় জন
নিজ ভুবনে চির দুঃখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুঃখী
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুঃখী
আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়াল রাখো
আসলে কেউ সুখী নয়



Credits
Writer(s): Shawkat Ab
Lyrics powered by www.musixmatch.com

Link