Duar Mor

দুয়ার মোর পথপাশে
সদাই তারে খুলে রাখি
কখন্ তার রথ আসে
ব্যাকুল হয়ে জাগে আঁখি
দুয়ার মোর পথপাশে

শ্রাবণে শুনি দূর মেঘে
লাগায় গুরু গরো-গরো
ফাগুনে শুনি বায়ুবেগে
জাগায় মৃদু মরো-মরো
আমার বুকে উঠে জেগে
চমক তারি থাকি থাকি

দুয়ার মোর পথপাশে

সবাই দেখি যায় চলে
পিছন-পানে নাহি চেয়ে
উতল রোলে কল্লোলে
পথের গান গেয়ে গেয়ে

শরৎ-মেঘ যায় ভেসে
উধাও হয়ে কত দূরে
যেথায় সব পথ মেশে
গোপন কোন্ সুরপুরে
স্বপনে ওড়ে কোন্ দেশে
উদাস মোর মনোপাখি

দুয়ার মোর পথ পাশে
সদাই তারে খুলে রাখি
কখন্ তার রথ আসে
ব্যাকুল হয়ে জাগে আঁখি
দুয়ার মোর পথ পাশে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link