Sakolkolushotamosahor

সকল কলুষতামস হর, জয় হোক তব জয়
অমৃতবারি সিঞ্চন কর নিখিলভুবনময়
মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম

জ্ঞানসূর্য উদয় ভাতি ধ্বংস করুক তিমিররাতি
জ্ঞানসূর্য উদয় ভাতি ধ্বংস করুক তিমিররাতি
দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি অপগত কর ভয়
জয় হোক তব জয়
মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম

মোহমলিন অতি দুর্দিন শঙ্কিত-চিত পান্থ
জটিল গহন পথসঙ্কট সংশয়-উদভ্রান্ত
মোহমলিন অতি দুর্দিন শঙ্কিত-চিত পান্থ
জটিল গহন পথসঙ্কট সংশয়-উদভ্রান্ত

করুণাময়, মাগি শরণ দুর্গতিভয় করহ হরণ
করুণাময়, মাগি শরণ দুর্গতিভয় করহ হরণ
দাও দুঃখবন্ধতরণ মুক্তির পরিচয়
জয় হোক তব জয়
মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম

সকল কলুষ তামস হর, জয় হোক তব জয়
অমৃতবারি সিঞ্চন কর নিখিল ভুবনময়
মহাশান্তি, মহাক্ষেম, মহাপুণ্য, মহাপ্রেম



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link