Bashi Bajate Chahi

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই
বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই
বিহরিছে সমীরণ, কুহরিছে পিকগণ
মথুরার উপবন কুসুমে সাজিল ওই

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই
বাঁশরি বাজাতে চাহি

বিকচ বকুলফুল দেখে যে হতেছে ভুল
বিকচ বকুলফুল দেখে যে হতেছে ভুল
কোথাকার অলিকুল গুঞ্জরে কোথায়
এ নহে কি বৃন্দাবন, কোথা সেই চন্দ্রানন
ওই কি নুপূরধ্বনি বনপথে শুনা যায়
একা আছি বনে বসি, পীত ধড়া পড়ে খসি
সোঙরি সে মুখশশী পরান মজিল সই

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই
বাঁশরি বাজাতে চাহি

একবার রাধে রাধে ডাক বাঁশি মনোসাধে
আজি এ মধুর চাঁদে মধুর যামিনী ভায়
কোথা সে বিধুরা বালা মলিনমালতীমালা
হৃদয়ে বিরহজ্বালা, এ নিশি পোহায় হায়
কবি যে হল আকুল, একি রে বিধির ভুল
মথুরায় কেন ফুল ফুটেছে আজি লো সই

বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই
বাঁশরি বাজাতে চাহি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link