Tomar Ghore Bosot Kore

ও (හුරු පෙමක පැටලෙනා)
আ (හුරු පෙමක පැටලෙනා)

এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন
এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন

সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা
আমার সেই ছবিখান নষ্ট করে কোন জনা, কোন জনা

তোমার ঘরে বসত করে কয় জনা, মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা

তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেবো না
তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেবো না

ওরে, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না
খ্যাপা, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না-না-না
ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না

তোমায় হৃদমাঝারে রাখবো ছেড়ে দেবো না

লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা
হেথাক তোকে মানাইসে নাই রে
এক্কেবারে মানাইসে নাই রে
এক্কেবারে মানাইসে নাই রে

হো (හුරු පෙමක පැටලෙනා)
আ (හුරු පෙමක පැටලෙනා)



Credits
Writer(s): Anirban Sur, Traditional (folk)
Lyrics powered by www.musixmatch.com

Link