Ei to Akash

এই তো আকাশ ভালোই ছিল
কোত্থেকে মেঘ আসলো রে
তোমার চোখের বৃষ্টিধারায়
নামলো শ্রাবণ শহরজুড়ে

এই তো আকাশ ভালোই ছিল
কোত্থেকে মেঘ আসলো রে
তোমার চোখের বৃষ্টিধারায়
নামলো শ্রাবণ শহরজুড়ে
এই তো আকাশ ভালোই ছিল

সেই শহরে নেই বেনোজল
আছে কিছু অশ্রু লেখা
সেই শাওনে তোমার আমার
জলছবিতেই হোক না দেখা

সেই দেখাটা মেঘের টানে
আঁকলো আকাশ যতন করে

এই তো আকাশ ভালোই ছিল

নির্জনতার সেই প্রহরে
আলোমাখা অন্ত্যমিলে
জারুলবনে রক্তজবা
আমার হাতে তুলে দিলে

সেই দু'হাতে আলতো হয়ে
বৃষ্টি হয়ে নিয়ন ঝরে

এই তো আকাশ ভালোই ছিল
কোত্থেকে মেঘ আসলো রে
তোমার চোখের বৃষ্টিধারায়
নামলো শ্রাবণ শহরজুড়ে
এই তো আকাশ ভালোই ছিল



Credits
Writer(s): Galib Shuvo
Lyrics powered by www.musixmatch.com

Link