Meera

হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সাড়া
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা

হঠাৎ করে রাজার ঘরে পড়ল যে সাড়া
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা

একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা

শয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনাধারা
শয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনাধারা

একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা

উতলা এ মন খুঁজে মরে আজীবন
কবে সে পাবে দর্শন
চাতকের মতো কৃষ্ণপ্রেমে
তৃষ্ণার্ত সে সারাক্ষণ

উতলা এ মন খুঁজে মরে আজীবন
কবে সে পাবে দর্শন
চাতকের মতো কৃষ্ণপ্রেমে
তৃষ্ণার্ত সে সারাক্ষণ

রাজা রানা প্রতাপের বিষপান করেও
মহিমাগুণে মীরা পেল অমৃতেরই স্বাদ

কানুলীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া
কানুলীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া

একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা

শয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনাধারা
শয়নে স্বপনে হলো দিশেহারা
বাঁশির সুরে উথাল পাথাল যমুনাধারা

একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা



Credits
Writer(s): Rahul Dutta, Supratip Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link