Faguner Agun Laga

ফাগুনের আগুন লাগা ফুল
ও, আঙুল ছোঁয়া চুল, মিষ্টি দুষ্টু ভুল
আবেশে নিবেশে আহা কী সুবাসে হৃদয় হয় আকুল
ফাগুনের আগুন লাগা ফুল
আঙুল ছোঁয়া চুল, মিষ্টি দুষ্টু ভুল
আবেশে নিবেশে আহা কী সুবাসে হৃদয় হয় আকুল
ফাগুনের আগুন লাগা ফুল

যেন এক অনন্তকাল সকাল আর বিকাল
উদাসে মুগ্ধ হয়ে রই যেন মাতাল
যেন এক অনন্তকাল সকাল আর বিকাল
উদাসে মুগ্ধ হয়ে রই যেন মাতাল
আবেগে বিবাগে আহা কী স্বর্গে আনমনা ব্যাকুল

ফাগুনের আগুন লাগা ফুল
ও, আঙুল ছোঁয়া চুল, মিষ্টি দুষ্টু ভুল
আবেশে নিবেশে আহা কী সুবাসে হৃদয় হয় আকুল
ফাগুনের আগুন লাগা ফুল

যেন এক শহর ভরে বাগিচা রঙিন
আকাশ আর পাতাল জুড়ে স্বপ্ন সত্যি দিন
যেন এক শহর ভরে বাগিচা রঙিন
আকাশ আর পাতাল জুড়ে স্বপ্ন সত্যি দিন

যেন এই খুশির পথে সুখী এক বাউল
অনাদি দিগ্বিদিকে আনন্দে মশগুল
যেন এই খুশির পথে সুখী এক বাউল
অনাদি দিগ্বিদিকে আনন্দে মশগুল
আবেশে নিবেশে আহা কী সুবাসে হৃদয় হয় আকুল

ফাগুনের আগুন লাগা ফুল
ও, আঙুল ছোঁয়া চুল, মিষ্টি দুষ্টু ভুল
আবেশে নিবেশে আহা কী সুবাসে হৃদয় হয় আকুল
ফাগুনের আগুন লাগা ফুল
ও, আঙুল ছোঁয়া চুল, মিষ্টি দুষ্টু ভুল
আবেশে নিবেশে আহা কী সুবাসে হৃদয় হয় আকুল
ফাগুনের আগুন লাগা ফুল



Credits
Writer(s): Srf Khan Shuvro
Lyrics powered by www.musixmatch.com

Link