Dhwanilo Ahwbhan

ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে
দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে
ধ্বনিল রে, ধ্বনিল রে

ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে
দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে
ধ্বনিল রে, ধ্বনিল রে

হেরো গো অন্তরে অরূপসুন্দরে
নিখিল সংসারে পরমবন্ধুরে
হেরো গো অন্তরে অরূপসুন্দরে
নিখিল সংসারে পরমবন্ধুরে
এসো আনন্দিত মিলন-অঙ্গনে
শোভন মঙ্গল সাজে
ধ্বনিল রে, ধ্বনিল রে

কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ হউক নির্মল, হউক নিঃশেষ
চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে
কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ হউক নির্মল, হউক নিঃশেষ
চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণকাজে

স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম
স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্বপশ্চিমবন্ধুসঙ্গম
মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে
ধ্বনিল রে, ধ্বনিল রে

ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে
দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে
ধ্বনিল রে, ধ্বনিল রে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link