Tomar Ghore Bosot Kore

এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে
এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে

ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা

তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা

এক জনে সুর তোলে এক তারে, ওহো ওই মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ওহো ওই মন
এক জনে সুর তোলে এক তারে, ওহো ওই মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ওহো ওই মন

ও আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা
বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা

তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা

রস খাইয়া হইয়া মাতাল
ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
রস খাইয়া হইয়া মাতাল
ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম

ওই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা
সেই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কজনা মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা কজনা

তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত...
করে কয় জনা



Credits
Writer(s): Rishi Panda, Shankhadip Paria
Lyrics powered by www.musixmatch.com

Link