Shyamal Deshe - Raga Potdeep Khyal in Jhaplaal

শ্যামল দেশে সজল মাটি
শ্যামল দেশে সজল মাটি
বেলার রঙে রং মেলায়
শ্যামল দেশে সজল মাটি
বেলার রঙে রং মেলায়
মাটির রং স্পর্শ করে সূর্য যায়, অস্ত যায়
মাটির রং স্পর্শ করে সূর্য যায়, অস্ত যায়

শ্যামল দেশে সজল মাটি
বেলার রঙে রং মেলায়
মাটির রং স্পর্শ করে সূর্য যায়, অস্ত যায়
শ্যামল দেশে সজল মাটি
বেলার রঙে রং মেলায়
মাটির রং স্পর্শ করে সূর্য যায়, অস্ত যায়

শ্যামল
শ্যামল, শ্যামল দেশে, শ্যামল দেশে
শ্যামল দেশে
শ্যামল দেশে সজল মাটি, সজল মাটি, সজল মাটি

শ্যামল দেশে সজল মাটি
বেলার রঙে রং মেলায়
মাটির রং স্পর্শ করে সূর্য যায়, অস্ত যায়

শ্যামল, শ্যামল দেশে সজল মাটি
শ্যামল, শ্যামল
শ্যামল দেশে সজল, সজল মাটি, সজল মাটি
শ্যামল দেশে সজল মাটি

সজল মাটি শ্যামল দেশে
শ্যামল, শ্যামল, শ্যামল দেশে
শ্যামল দেশে সজল মাটি
বেলার রঙে রং মেলায়, রং মেলায়
শ্যামল দেশে সজল, সজল মাটি, মাটি, মাটি
শ্যামল দেশে সজল মাটি

শ্যামল দেশে সজল
শ্যামল দেশে
শ্যামল দেশে সজল মাটি
দেশে সজল মাটি
বেলার রঙে রং মেলায়
শ্যামল, শ্যামল দেশে সজল মাটি
শ্যামল দেশে সজল, শ্যামল দেশে
শ্যামল দেশে সজল

শ্যামল দেশে সজল মাটি
বেলার রঙে রং মেলায়
মাটির রং স্পর্শ করে সূর্য যায়, অস্ত যায়
শ্যামল দেশে

বেলার রঙে রং মেলায়
মাটির রং স্পর্শ করে সূর্য যায়, অস্ত যায়
শ্যামল

শ্যামল দে
শ্যামল দেশে সজল মাটি
বেলার রঙে রং মেলায়
মাটির রং স্পর্শ করে সূর্য যায়

অস্ত রং ডানায় মাখে
ফেরার পথে পাখির ঝাঁক
অস্ত রং ডানায় মাখে
ফেরার পথে পাখির ঝাঁক, পাখির ঝাঁক
অস্ত রং, অস্ত রং ডানায় মাখে, মাখে
অস্ত রং ডানা
অস্ত রং ডানা
অস্ত রং ডানায় মাখে
ফেরার পথে পাখির ঝাঁক

আমার ঘর দিনের শেষে মন কেমন সুরের ডাক
আমার ঘর দিনের শেষে মন কেমন সুরের ডাক
শ্যামল দেশে সজল মাটি
বেলার রঙে রং মেলায়
মাটির রং স্পর্শ করে সূর্য যায়, অস্ত যায়
মাটির রং স্পর্শ করে সূর্য যায়, অস্ত যায়



Credits
Writer(s): Kabir Suman
Lyrics powered by www.musixmatch.com

Link