Moner Manus Mon Dilo Na

মনের মানুষ মন দিলো না, পর মানুষ কি দিবে মন
ও, মনের মানুষ মন দিলো না, পর মানুষ কি দিবে মন
আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন

সুখের আশায় আমি যারে দিয়াছিলাম মন-প্রাণ
অন্তরটারে ছিঁড়ে সে যে কলিজাতে মারলো টান
ও, সুখের আশায় আমি যারে দিয়াছিলাম মন-প্রাণ
অন্তরটারে ছিঁড়ে সে যে কলিজাতে মারলো টান
তার লাগিয়া আজও আমি কেন্দে ভাসাই দুই নয়ন

আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন

মন জানে রে মনের খবর, আছি আমি কি সুখে
দুঃখ-কষ্ট ছাড়া কিছু নাই রে আমার এই বুকে
ও, মন জানে রে মনের খবর, আছি আমি কি সুখে
দুঃখ-কষ্ট ছাড়া কিছু নাই রে আমার এই বুকে
মনের ঘরে বাসা বাইন্ধা ভাঙ্গলো সে যে আমার মন

আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন

মনের মানুষ মন দিলো না, পর মানুষ কি দিবে মন
আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন
আমি শুধু ভালোবেসে দুঃখ পাইলাম আজীবন



Credits
Writer(s): Mannan Mohammad, Raj Kamal
Lyrics powered by www.musixmatch.com

Link