Amar Chetona Chaitanya Kore

আমার চেতনা চৈতন্য করে দে, মা চৈতন্যময়ী
তোর ভাব-সাগরে ভেসে আমি
তোর ভাব-সাগরে ভেসে আমি হব, মা, তোর পদাশ্রয়ী

আমার চেতনা চৈতন্য করে দে, মা চৈতন্যময়ী
তোর ভাব-সাগরে ভেসে আমি
তোর ভাব-সাগরে ভেসে আমি হব, মা, তোর পদাশ্রয়ী
আমার চেতনা চৈতন্য করে দে, মা চৈতন্যময়ী

অজ্ঞান মোর স্বভাব থেকে
তোর ভাবে তুই নে, মা, ডেকে
অজ্ঞান মোর স্বভাব থেকে
তোর ভাবে তুই নে, মা, ডেকে

জ্ঞানচক্ষু মেলে দেখি
মা, জ্ঞানচক্ষু মেলে দেখি
কেমন তুই জ্ঞানদাময়ী

আমার চেতনা চৈতন্য করে দে, মা চৈতন্যময়ী

তোর ভাবের খেলা দিয়ে
দে, মা, আমার যা কিছু সব অভাব মিটিয়ে
তোর ভাবের খেলা দিয়ে
দে, মা, আমার যা কিছু সব অভাব মিটিয়ে

কৌতূহল মোর এ জীবনে
নিয়ে নে, মা, তোর ও চরণে
কৌতূহল মোর এ জীবনে
নিয়ে নে, মা, তোর ও চরণে

মহানন্দে যাই চলে
মা, মহানন্দে যাই চলে
হয়ে সর্বরিপু জয়ী

আমার চেতনা চৈতন্য করে দে, মা চৈতন্যময়ী
তোর ভাব-সাগরে ভেসে আমি
তোর ভাব-সাগরে ভেসে আমি হব, মা, তোর পদাশ্রয়ী
আমার চেতনা চৈতন্য করে দে, মা চৈতন্যময়ী



Credits
Writer(s): Traditional, Amjad Nadeem
Lyrics powered by www.musixmatch.com

Link