Ashwiner Sharadsokale

আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে
আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে
নীল অনন্ত নামে বনান্তে
কাশবনে সাদা মেঘকে পাঠালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে

আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে
আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী

কত নামে ডাকি, মাগো, তোমায়
আলোর অঞ্জলি শিউলি তলায়
কত নামে ডাকি, মাগো, তোমায়
আলোর অঞ্জলি শিউলি তলায়
মৃন্ময়ী হও, চিন্ময়ী হও
দীনজনে সব দাঁড়ায়ে ভূতলে
আনন্দময়ী, দুঃখ ভোলালে

আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে
আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে

জগৎ হতে ব্যথার রোদন
চিরতরে করো অপসারণ
জগৎ হতে ব্যথার রোদন
চিরতরে করো অপসারণ
চন্দ্র সূর্য দুই নয়নে
আকাশ আসে শেষ বদলে
আনন্দময়ী, দুঃখ ভোলালে

আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে

আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে
আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে
নীল অনন্ত নামে বনান্ত
কাশবনে সাদা মেঘকে পাঠালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে

আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে
আশ্বিনের শারদ সকালে
আনন্দময়ী, দুঃখ ভোলালে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link