Ami Mantra Tantra Kichhui

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে, মা
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে, মা

শুধু যা জেনেছি সেটুক হলো এই
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে, মা

যদি তোর ও মন্দিরের দ্বারে
তোমার লাগি কাঁদি অঝোর ধারে
যদি তোর ও মন্দিরের দ্বারে
তোমার লাগি কাঁদি অঝোর ধারে

যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়
সেই সে অশ্রুতেই
তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধ্য নেই
ও মা, এমন সাধ্য নেই

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে, মা
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে, মা

জানি, আমার অনেক আছে দোষ
তবু মা গো, তোমায় ভালোবাসি
আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই
তোমার ঐ ভুবনমোহন হাসি

জানি, আমার অনেক আছে দোষ
তবু মা গো, তোমায় ভালোবাসি
আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই
তোমার ঐ ভুবনমোহন হাসি

আমি যা করি, মা, সবই তোমার কাজ
"আমার, আমার" বলতে লাগে লাজ
আমি যা করি, মা, সবই তোমার কাজ
"আমার, আমার" বলতে লাগে লাজ

যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি চরণতলাতে
তবে চিরজীবন রইবে দূরে, এমন সাধ্য নেই
ও মা, এমন সাধ্য নেই

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে, মা
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে, মা

শুধু যা জেনেছি সেটুক হলো এই
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই

আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে, মা
আমি মন্ত্র-তন্ত্র কিছুই জানি নে, মা



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link