Ogo Uma Ay Go Ma

ওগো উমা, আয় গো মা
আয় করি কোলে
ওগো উমা, আয় গো মা
আয় করি কোলে
জুড়াবে জীবন করিয়ে শ্রবণ
জুড়াবে জীবন করিয়ে শ্রবণ
বারেক ডাক "মা" বলে

ওগো উমা, আয় গো মা
আয় করি কোলে

কঠোর শ্রমে সে যে সিক্ত কলেবর
ক্ষুধায় মলিন হয়েছে অধর
কঠোর শ্রমে সে যে সিক্ত কলেবর
ক্ষুধায় মলিন হয়েছে অধর
যত্নে ক্ষীরসর রেখেছি, মা, ধর
যত্নে ক্ষীরসর রেখেছি, মা, ধর
দিবো বদন কমলে

ওগো উমা, আয় গো মা
আয় করি কোলে

তুমি গো মম অন্তরের ধন
প্রাণের পুতলি, অমূল্য রতন
তুমি গো মম অন্তরের ধন
প্রাণের পুতলি, অমূল্য রতন
মায়ের দুঃখিনী করে দর্শন
মায়ের দুঃখিনী করে দর্শন
নিবি কি মা তুই কোলে?

ওগো উমা, আয় গো মা
আয় করি কোলে
ওগো উমা, আয় গো মা
আয় করি কোলে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link