আমার ঘুম পারানি বন্ধু তুমি

আমার ঘুমপাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা? (কোন আসমানের তারা?)
কোন আসমানে জোছনা বিলাও এই আসমানটা ছাড়া?
আমার ঘুমপাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা?
কোন আসমানে জোছনা বিলাও এই আসমানটা ছাড়া?

ঘুণে ধরে কাঁচা বাঁশে, প্রেম অবুঝ মনে
ষোলো আনাই দুঃখ দিলা চাইর আনার জীবনে
মেঘের মতন
মেঘের মতন উড়ে উড়ে
অন্তরটারে খালি করে করলা দিশাহারা

আমার ঘুমপাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা?
কোন আসমানে জোছনা বিলাও এই আসমানটা ছাড়া?
আমার ঘুমপাড়ানি বন্ধু
তুমি কোন আসমানের তারা?

জল কাঁদে ঢেউয়ে ঢেউয়ে, পরান কাঁদে একা
জল কাঁদে ঢেউয়ে ঢেউয়ে, পরান কাঁদে একা
কী আশাতে বুক ভাসাইলাম, অন্তর করে খাঁ খাঁ
আমার পাজর ভেঙেচুরে
হৃদয় থেকে গেলে সরে, করলা পাগলপারা

আমার ঘুমপাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা?
কোন আসমানে জোছনা বিলাও এই আসমানটা ছাড়া?
আমার ঘুমপাড়ানি বন্ধু
তুমি কোন আসমানের তারা?

ফুল ফোটে শাখায় শাখায়, ব্যথা ধরে বুকে
ফুল ফোটে শাখায় শাখায়, ব্যথা ধরে বুকে
কী প্রেমেতে মন মাতাইলা, অশ্রু ঝরে চোখে
আমার আসমান করে আন্ধার
সুখের নিদ্রা হবে কি তোমার, বন্ধু, আমায় ছাড়া?

আমার ঘুমপাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা?
কোন আসমানে জোছনা বিলাও এই আসমানটা ছাড়া?

ঘুণে ধরে কাঁচা বাঁশে, প্রেম অবুঝ মনে
ষোলো আনাই দুঃখ দিলা চাইর আনার জীবনে
মেঘের মতন
মেঘের মতন উড়ে উড়ে
অন্তরটারে খালি করে করলা দিশাহারা

আমার ঘুমপাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা?
কোন আসমানে জোছনা বিলাও এই আসমানটা ছাড়া?
আমার ঘুমপাড়ানি বন্ধু
তুমি কোন আসমানের তারা?



Credits
Writer(s): Masud Rana
Lyrics powered by www.musixmatch.com

Link