Doodhbhaat

দেখতে পুরা চুপচাপ
মানুষ বলে দুধভাত
আইসা পড়ুম হুটহাট
তোর বাসার পাশের ফুটপাত থেকে তোর বাসায় করুম লুটপাট। আইয়া পড়ুম ধুপধাপ, কইবি কেমন দুধভাত
দেখতে পুরা চুপচাপ
মানুষ বলে দুধভাত
আইসা পড়ুম হুটহাট
তোর বাসার পাশের ফুটপাত থেকে তোর বাসায় করুম লুটপাট। আইয়া পড়ুম ধুপধাপ, কইবি কেমন দুধভাত

চাকরি-বাকরি করি hip hop Side-এ রাইখা
সাইরা ছাড়ছি বহুত বিপদ Life-এ দেইখা
পনেরো বছর বয়স মুখে dunhill
পোলাপাইন পিছে হাতের মুঠে bundle
প্যঁচে পরলে ছোটানোতো বহুত মুশকিল
আরে যেই জায়গাতে কইবি সেই জায়গাতেই হাজির বাবা
সমাজের কাছে যে শপথ দিছি হবো ভালো মানব
মেজাজের কাছে যে হাইরা গেলে পুরা কালো দানব
শুনছি আমার র্দুনাম
আইয়া পরলাম ধুমধাম
নাইমা করলাম গেঞ্জাম
দেখলাম খালি ডান বাম
তারপর আমার ডান হাত ওর বাম কান
ওর থোবড়া পালটায় দিছি পালাইছে বাচাইছে জান প্রান

দেখতে পুরা চুপচাপ
মানুষ বলে দুধভাত
আইসা পড়ুম হুটহাট
তোর বাসার পাশের ফুটপাত থেকে তোর বাসায় করুম লুটপাট। আইয়া পড়ুম ধুপধাপ, কইবি কেমন দুধভাত
দেখতে পুরা চুপচাপ
মানুষ বলে দুধভাত
আইসা পড়ুম হুটহাট
তোর বাসার পাশের ফুটপাত থেকে তোর বাসায় করুম লুটপাট। আইয়া পড়ুম ধুপধাপ, কইবি কেমন দুধভাত

চাইছি করতে মিটমাট
চেষ্টা ছিলো দিনরাত
বড় হবার ইচ্ছা আর ইচ্ছা
ঘটনাতে কখনো চাইনি কনো চক্কর
জলে ভেসে থাকলে কুমিরের লগে টক্কর
কথা শুরু করলে কইবি rizzy এইবার চুপ কর
অনেক হইছে দেখছি বড়োলোক মানে সুধখোর
জোয়ান বয়সে ছিলো খালি বরাতের ঘাটতি
হাজার টাকার উপর হাজার পাপের শাস্তি
হাজার মিথ্যা কথা কইয়া পেটে লাত্থি
আবার হাজার মানুষজনে ভাবের জন্যে কাট্টি
সমাজের কাছে যে শপথ দিছি হবো ভালো মানব
মেজাজের কাছে যে হাইরা গেলে পুরা কালো দানব

দেখতে পুরা চুপচাপ
মানুষ বলে দুধভাত
আইসা পড়ুম হুটহাট
তোর বাসার পাশের ফুটপাত থেকে তোর বাসায় করুম লুটপাট। আইয়া পড়ুম ধুপধাপ, কইবি কেমন দুধভাত
দেখতে পুরা চুপচাপ
মানুষ বলে দুধভাত
আইসা পড়ুম হুটহাট
তোর বাসার পাশের ফুটপাত থেকে তোর বাসায় করুম লুটপাট। আইয়া পড়ুম ধুপধাপ, কইবি কেমন দুধভাত

যেইসব শুরু করছি সেইসব এইবার করুম খতম
কাগজের উপর লেখতে লেখতে সারা খাতা গরম
সম্মানিত মানুষদের লাগেতো খালি মান ইজ্জত
মান ইজ্জতের উপর বেচে থাকলে পরে খাবি caught
কি বিপদ!
গাড়ি থেকে নাইমা bass বারায় কাপাই parking lot
কারো বদ্দোয়া লাগে নাই কখনো body block
Mic-এর সামনে দারায় দেখতে পারি আমার ভবিষ্যত
শুরু করছি একলা কে কি করছে আমার পরিশোধ
বাম হাতের rishwat কি ডান হাতের kishmot
এবার বাংলা Hip-hop চলবে বাসার মদ্ধে জবরদস্ত
তোগো কাউরে পাইলে ভাগাই দিমু আমি ফটাফট
মুখের মদ্ধে বহাই দিমু uppercut

দেখতে পুরা চুপচাপ
মানুষ বলে দুধভাত
আইসা পড়ুম হুটহাট
তোর বাসার পাশের ফুটপাত থেকে তোর বাসায় করুম লুটপাট। আইয়া পড়ুম ধুপধাপ, কইবি কেমন দুধভাত
দেখতে পুরা চুপচাপ
মানুষ বলে দুধভাত
আইসা পড়ুম হুটহাট
তোর বাসার পাশের ফুটপাত থেকে তোর বাসায় করুম লুটপাট। আইয়া পড়ুম ধুপধাপ, কইবি কেমন দুধভাত



Credits
Writer(s): Rizwan Azmayeen
Lyrics powered by www.musixmatch.com

Link