Dosh Karo Noy Go Ma

দোষ কারো নয় গো, মা
দোষ কারো নয় গো, মা
আমি স্বখাদ সলিলে ডুবে মরি, শ্যামা
দোষ কারো নয় গো, মা

আমার ধর্মাধর্ম হলো কোদণ্ড-স্বরূপ
পুণ্য-ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ
ধর্মাধর্ম হলো কোদণ্ড-স্বরূপ
পুণ্য-ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ

সে কূপে বেড়িল কালরূপ জল
কাল-মনোরমা, মা

দোষ কারো নয় গো, মা
দোষ কারো নয় গো, মা

আমার কী হবে, তারিণি, ত্রিগুণধারিণি
বিগুণ করেছে সগুণে
কীসে এ বারি নিবারি
ভেবে দাশরথি অনিবার বারি নয়নে

আমার কী হবে, তারিণি, ত্রিগুণধারিণি
বিগুণ করেছে সগুণে
কীসে এ বারি নিবারি
ভেবে দাশরথি অনিবার বারি নয়নে

আমার ছিল বারি কক্ষে, ক্রমে এলো বক্ষে
জীবনে জীবন, মা, কেমনে হয় রক্ষে
আমার ছিল বারি কক্ষে, ক্রমে এলো বক্ষে
জীবনে জীবন, মা, কেমনে হয় রক্ষে

আছি তোর অপেক্ষে
দে মা, মুক্তিভিক্ষে
আছি তোর অপেক্ষে
দে মা, মুক্তিভিক্ষে
কটাক্ষেতে করে পার, মা

দোষ কারো নয় গো, মা
আমি স্বখাদ সলিলে ডুবে মরি, শ্যামা
দোষ কারো নয় গো, মা
দোষ কারো নয় গো, মা



Credits
Writer(s): Traditional, Shekhar Sen
Lyrics powered by www.musixmatch.com

Link