Bhebe Dekho Mon Keu Karo Noy

ভেবে দেখ, মন, কেউ কারো নয়
মিছে ভ্রম ভূ-মণ্ডলে
ভেবে দেখ, মন, কেউ কারো নয়
মিছে ভ্রম ভূ-মণ্ডলে

ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়াজালে

ভেবে দেখ, মন, কেউ কারো নয়
মিছে ভ্রম ভূ-মণ্ডলে

যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে?
যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে?
সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে
সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে

ভেবে দেখ, মন, কেউ কারো নয়
মিছে ভ্রম ভূ-মণ্ডলে
ভেবে দেখ, মন, কেউ কারো নয়

দিন দুই-তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে
দিন দুই-তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে
সেই কর্তারে দেবে ঠেলে কালাকালের কর্তা এলে
সেই কর্তারে দেবে ঠেলে কালাকালের কর্তা এলে

ভেবে দেখ, মন, কেউ কারো নয়
মিছে ভ্রম ভূ-মণ্ডলে

ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়াজালে

ভেবে দেখ, মন, কেউ কারো নয়
মিছে ভ্রম ভূ-মণ্ডলে



Credits
Writer(s): Mallikarjun Mansur
Lyrics powered by www.musixmatch.com

Link