Sakoli Tomari Ichchha

সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো, মা, লোকে বলে করি আমি
সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো, মা, লোকে বলে করি আমি
সকলই তোমারই ইচ্ছা

পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি
পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি
কারে দাও মা ইন্দ্রত্ব পদ, কারে করো অধগামী
কারে দাও মা ইন্দ্রত্ব পদ, কারে করো অধগামী

সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো, মা, লোকে বলে করি আমি
সকলই তোমারই ইচ্ছা

আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরনি
আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরনি
আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনই চলি
আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনই চলি

সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো, মা, লোকে বলে করি আমি
সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো, মা, লোকে বলে করি আমি

সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো, মা, লোকে বলে করি আমি
সকলই তোমারই ইচ্ছা



Credits
Writer(s): Traditional, Amjad Nadeem
Lyrics powered by www.musixmatch.com

Link