Radhar Nayane (feat. Debarupa Giri & Shuvo Bhattacharjee)

হায়ার বাঁধনে বাধিছে প্রেম,
রাধার নয়নে শুধুই শ্যাম,
বিধাতা লিখিছে গল্প
গভীরে যাতনা পশিছে বাসনা,
সময় দিয়াছে অল্প।

উতলা মন, উদাস নয়ন,
রাধিকা বসিয়া তটে,
বংশী শুনে মাতিছে ভুবন
সময় একাকী কাটে।

সুরের মাধুরী শ্যামের কাননে,
প্রেমের অনল তাহারও মনে,
সাধনে মোহন রধারে চায়
ভাবের সাগরে বহিয়া যায়।

আলোর আড়াল, মেঘেলা সকাল,
রাধিকা প্রেমে কানাই মাতাল,
জগত মাতাল মুরলী মাদলে
ওরে রাধিকা কাঁদে বিরলে।

গলিবে মোম, প্রেমেরও সোম,
বলিবে বিদায় হায়,
হারায় সখা, বিরহে রাধা,
খুজিয়া যায় কানুরে।



Credits
Writer(s): Dhrubo Bhattacharjee, Dr. Supratim Mandal
Lyrics powered by www.musixmatch.com

Link