Pichutaan

বিস্মিত আজ হতাশায়,
ভাবনা ঢাকা কুয়াশায়
তোমাকে কেন ভোলা যায় না?

যুদ্ধের বিনিদ্র রাত,
পিছু ডাকে সেই চেনা হাত,
কেন আজও তোমায় ভোলা যায় না?

বিস্মিত আজ হতাশায়,
ভাবনা ঢাকা কুয়াশায়
তোমাকে কেন ভোলা যায় না?

যুদ্ধের বিনিদ্র রাত,
পিছু ডাকে সেই চেনা হাত,
কেন আজও তোমায় ভোলা যায় না?

আমি হেঁটে যাই একা একা,
সীমান্তরেখা পাবে দেখা,
তোমাকে কেন ভোলা যায় না?

আমি ডুবে যাই তোমায় ভেবে,
অনুভূতি আর আবেগে,
তোমাকে কেন ভোলা যায় না?

সমুদ্রবাস, চেনা উপহাস,
উপকূলের মতো নাটকে,
অভিনয় ভেজা চোখে
লুকিয়ে নিজেকে,
আর পারছিনা লুকোতে।
সমুদ্রবাস, চেনা উপহাস,
উপকূলের মতো নাটকে,
অভিনয় ভেজা চোখে
লুকিয়ে নিজেকে,
আর পারছিনা লুকোতে আমায়।
...
স্মৃতিগুলো খায় ঘুণে,
ঘড়ির কাঁটার সময় গুনে
তোমাকে কেন ভোলা যায় না?

একলা ভীষণ আঁধারে,
বন্ধুর এ পাথারে
কেন আজও তোমায় ভোলা যায় না?

স্মৃতিগুলো খায় ঘুণে,
ঘড়ির কাঁটার সময় গুনে
তোমাকে কেন ভোলা যায় না?

একলা ভীষণ আঁধারে,
বন্ধুর এ পাথারে
কেন আজও তোমায় ভোলা যায় না?

আমি হেঁটে যাই একা একা,
সীমান্তরেখা পাবে দেখা,
তোমাকে কেন ভোলা যায় না?

আমি ডুবে যাই তোমায় ভেবে,
অনুভূতি আর আবেগে,
তোমাকে কেন ভোলা যায় না?

সমুদ্রবাস, চেনা উপহাস,
উপকূলের মতো নাটকে,
অভিনয় ভেজা চোখে
লুকিয়ে নিজেকে,
আর পারছিনা লুকোতে ।
সমুদ্রবাস, চেনা উপহাস,
উপকূলের মতো নাটকে,
অভিনয় ভেজা চোখে
লুকিয়ে নিজেকে,
আর পারছিনা লুকোতে ।

সমুদ্রবাস, চেনা উপহাস,
উপকূলের মতো নাটকে,
অভিনয় ভেজা চোখে
লুকিয়ে নিজেকে,
আর পারছিনা লুকোতে ।
সমুদ্রবাস, চেনা উপহাস,
উপকূলের মতো নাটকে,
অভিনয় ভেজা চোখে
লুকিয়ে নিজেকে,
আর পারছিনা লুকোতে আমায়।

আমি তাও ছুঁতে পাইনা তোমায়,
তাও ছুঁতে পাইনা তোমায়,
আমি তাও ছুঁতে পাইনা তোমায়,
তাও ছুঁতে পাইনা তোমায়,

ভেজা চোখ দিচ্ছে না লুকোতে আমায়।
ভেজা চোখ দিচ্ছে না লুকোতে আমায়।



Credits
Writer(s): Sammam
Lyrics powered by www.musixmatch.com

Link