অনেক কষ্টের গান শুনলে আবার শুনতে মন চাই

আমার আগুনের ছাই জমে জমে
কত পাহাড় হয়ে যায়
আমার ফাগুনেরা দিন গোনে গোনে
আর উধাও হয়ে যায়

আমার আগুনের ছাই জমে জমে
কত পাহাড় হয়ে যায়
আমার ফাগুনেরা দিন গোনে গোনে
আর উধাও হয়ে যায়

যত পথের বাধা, সবই তো কালো সাদা
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে
কবে রে আসবে সে রোদেলা দিন

ও... ও... ও...

তোরই তো কাছে চাই পুরোনো কথাটাই
শুনতে আবার করে ও...
এমনও যদি হয়, মনেরা নদী হয়
ভাসাবো অনেক দূরে...

তোরই তো কাছে চাই পুরোনো কথাটাই
শুনতে আবার করে ও...
এমনও যদি হয়, মনেরা নদী হয়
ভাসাবো অনেক দূরে...

যত পথের বাধা, সবই তো কালো সাদা
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে
কবে রে আসবে সে রোদেলা দিন

ও... ও... ও...

ফেরাবো তোকে আর চেনাবো তোকেই
পৃথিবী নতুন করে
মেলাবো তোকে আজ আমার রঙেতেই
বসাবো নতুন সুরে

ফেরাবো তোকে আর চেনাবো তোকেই
পৃথিবী নতুন করে
মেলাবো তোকে আজ আমার রঙেতেই
বসাবো নতুন সুরে

যত পথের বাধা, সবই তো কালো সাদা
কবে ঠিকানা পেয়ে হবে রঙ্গীন
চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে
কবে রে আসবে সে রোদেলা দিন

ও... ও... ও...



Credits
Writer(s): Masud Rana
Lyrics powered by www.musixmatch.com

Link