Shiuli Jhora Bhor

আবার এলো শিউলিঝরা ভোর
আবার কমল ফুটলো জলের কোলে
শারদ শিশির নিকোয় মাটির উঠোন
উমার রাঙা চরণ পড়বে বলে
আবার এলো শিউলিঝরা ভোর

অরুণ আলোর শঙ্খ বাজে শুনি
কাশের বনে মায়ের আগমনী
অরুণ আলোর শঙ্খ বাজে শুনি
কাশের বনে মায়ের আগমনী
আঁধার ভেঙে উঠুক জেগে অহল্যা ধরণী
প্রাণের গানে জাগবে সবাই
তোমার ছোঁয়া পেলে

আবার এলো শিউলিঝরা ভোর

মাটি দিয়ে মূর্তি গড়ি
অবোধ মনের খেলায়
সেই মাটি যে সৃষ্টি তারই
মা যে ভুবন ভোলায়

মাটি দিয়ে মূর্তি গড়ি
অবোধ মনের খেলায়
সেই মাটি যে সৃষ্টি তারই
মা যে ভুবন ভোলায়

পৃথিবী সাজায় নবীন ধানের সোনা
পাখির বাসায় প্রাণের আনাগোনা
পৃথিবী সাজায় নবীন ধানের সোনা
পাখির বাসায় প্রাণের আনাগোনা
হাসিতে ভরানো বাঁশির সুরে
বিরহ যায় না শোনা
আকাশ ছাপিয়ে মায়ের আঁচল
পূবালী হাওয়ায় দোলে

আবার এলো শিউলিঝরা ভোর
আবার কমল ফুটলো জলের কোলে
শারদ শিশির নিকোয় মাটির উঠোন
উমার রাঙা চরণ পড়বে বলে
আবার এলো শিউলিঝরা ভোর



Credits
Writer(s): Avishek Chattopadhyay, Devjit Roy
Lyrics powered by www.musixmatch.com

Link