Mohona (From "Bony")

খুঁজে খুঁজে তাকে চলে গেছ ফিরে
বেসুরো বিকেলে আমি মেঘেদের ভিড়ে

খুঁজে খুঁজে তাকে চলে গেছ ফিরে
বেসুরো বিকেলে আমি মেঘেদের ভিড়ে
থেমে গেছি কেন, যেন চলতে শিখিনি
মনে পড়ে গেলেও আমি চমকে উঠিনি

ওই দূরে হাওয়ায় ওড়ে মায়ার আঁচল (মায়ার আঁচল)
ছায়াগুলো খুব ক্লান্ত, খুব অসফল
পাথর পাথর চিন্তায় কোন অচেনায় (কোন অচেনায়)
তাকিয়ে থাকি দারুণ অসহায়

এতদূর হেঁটে এসে আজ এ মোহনায়
কিছুতেই কোনো কিছু আর যেন মিলছে না
ছুটে আসা কোনো ট্রেন যদি খোঁজে ঠিকানা
আমার বুকের হদিস সে কি পাচ্ছে না?

ভেতরে ভেতরে যদি মরে গেছি ভাবো
তোমাকে সেখানে, চলো, নিয়ে যাবো
চিলেকোঠা ঘরে একা বসে থেকো
মুছে দিও সবই, শুধু স্মৃতিটুকু রেখো

ওই দূরে হাওয়ায় ওড়ে মায়ার আঁচল (মায়ার আঁচল)
ছায়াগুলো খুব ক্লান্ত, খুব অসফল
পাথর পাথর চিন্তায় কোন অচেনায় (কোন অচেনায়)
তাকিয়ে থাকি দারুণ অসহায়

এতদূর হেঁটে এসে আজ এ মোহনায়
কিছুতেই কোনো কিছু আর যেন মিলছে না
ছুটে আসা কোনো ট্রেন যদি খোঁজে ঠিকানা
আমার বুকের হদিস সে কি পাচ্ছে না?

এতদূর হেঁটে এসে আজ এ মোহনায়
কিছুতেই কোনো কিছু আর যেন মিলছে না
ছুটে আসা কোনো ট্রেন যদি খোঁজে ঠিকানা
আমার বুকের হদিস সে কি পাচ্ছে না?

এতদূর হেঁটে এসে আজ এ মোহনায়
কিছুতেই কোনো কিছু আর যেন মিলছে না
ছুটে আসা কোনো ট্রেন যদি খোঁজে ঠিকানা
আমার বুকের হদিস সে কি পাচ্ছে না?



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link